Wellcome to National Portal
Main Comtent Skiped

Cityzen Chitare

জনমুখি সেবা প্রদানের লক্ষ্যে

নাগরিক সনদ

Image preview

উপ-পরিচালকের কার্যালয়

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর

কুড়িগ্রাম ।

ফোনঃ ০৫৮১-৬১৫৫৭ (অফিস), ০৫৮১-৬১৫৮৬ (নিয়ন্ত্রন কক্ষ),

ফ্যাক্সঃ ০৫৮১-৬১৪৮৬, ইমেইলঃ ddagrikuri@yahoo.com

জনাব মো শওকত আলী সরকার,উপ-পরিচালক,

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর

কুড়িগ্রাম ।

লক্ষ্যঃ প্রতি ইঞ্চি জমির সঠিক ব্যবহার ও লাগসই কৃষি প্রজুক্তি প্রয়োগের মাধ্যমে বাংলাদেশকে খাদ্যে সয়ংসম্পুর্ন করে তোলা ও খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা।

উদ্দ্যেশ্যঃ সকল শ্রেণীর কৃষকদের চাহিদা ভিত্তিক ফলপ্রসু ও কার্জকর সম্প্রসারণ সেবা প্রদান ও তাদের সম্পদের সর্বোত্তম ব্যভার করে স্থায়ী কৃষি ও আর্থ-সামাজিক উন্নয়ন সাধন।

 

প্রদেয় সেবার বিবরণ সেবার নির্দ্ধারিত মুল্য/বিনামূল্য সেবা প্রদানের নির্দ্ধারিত সময় দ্বায়িত্ব প্রাপ্ত কর্মকর্তা/কর্মচারি
শস্য উৎপাদন শাখাঃ বিনা মুল্যে/সরকার নির্ধারিত মুল্যে মৌসুম ভিত্তিক/কর্ম দিবসে সঃ ৯টা হতে বিঃ ৫ টা/প্রয়োজনে

                                                                     জনাব বিধু ভূষণ রায়

                                                                    জেলা প্রশিক্ষণ কর্মকর্তা

                                                                    মোবাঃ ০১৭১২৯৭০৮৮৭

                                                    

                                                      মোঃ তাইজুল হক এসএএও, ০১৭১৬৪৮১৪৯৭

                                                      মোঃ হাবিবুর রহমান এসএএও, ০১৭২৪৫৫০১০৫

                                                      মোঃ জিয়াউর রহমান এসএএও, ০১৭১৮৬৭৮৫৮৩

                                                      মিঃ অপুর্ব কুমার পাল এসএএও, ০১১৯৭০৭৪৯৭০

প্রদঃ স্থাপন, মাঠ দিবস ও চাষি র‍্যালই, বীজ উৎপাদন, সংরক্ষণ ও বিতরণ, উপকরণ চাহিদা নিরূপণ, কৃষি পুনর্বাসন, কৃষি উপকরণ সহায়তা প্রদান, সারমনিটরিং, মাটির স্বাস্থ্য সংরক্ষন, সেচ ব্যাবস্থাপনা, প্রাকৃতিক দুর্জোগ মোকাবেলায় পরামর্শ প্রদান, খাদ্য নিরাপত্তা। খামার যান্ত্রিকীকরন।
উদ্ভিদ সংরক্ষণ শাখাঃ    
বালাইনাশক মনিটরিং,পরিবেশবান্ধব কৃষি উৎপাদন নিশ্চিত করণ, বিনামুল্যে/ কীটনাশক খুচ্রা লাইঃ ৩০০/, পাইকারি লাইঃ ১০০০/                                                            মোঃ তাইজুল ইসলাম এসএএও, ০১৭১৬৪৮১৪৯৭
উদ্যান তত্ত্ব শাখা  
                                                          মিঃ অপুর্ব কুমার পাল এসএএও, ০১১৯৭০৭৪৯৭০
ফল বাগান সৃজন, ব্যবস্থাপনা ও পুষ্টি সচেতনতা বৃদ্ধি। বিনামূল্যে  
প্রশিক্ষন শাখাঃ                                                                 মোঃ জিয়াউর রহমান, SAAO 
কৃসক, কৃসানি, মাঠ কর্মি ও কর্মকর্তাদের প্রশিকণ প্রদান। নারিকে কৃষির মূল স্রোতে সম্পৃক্তকরন, ই-সেবা ও মোবাইল ভিত্তিক কৃষি সম্প্রসারণ সেবা। বিনামূল্যে                                                             জনাব বিধু ভুষণ রায়, ডিটিও, ০১৭১২-৯৭০৮৮৭
প্রশাসনিক শাখাঃ বিনামুল্যে

                                                          মোঃ মর্তুজা আলী প্রধান সহকারি, ০১৭১০০৫৪১১৩