কোন চাষীর ফসলের কোন সমস্যা হলে বা কৃষির কোন প্রযুক্তি জানতে চাইলে সশ্লিষ্ট ব্লকের এসএএও এর নিকট সমাধান পাবেন, সমাধান না পেয়ে থাকলে, এসএএও সাহেব উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ইউএও বা এএও বা এইও সাহেবের নিকট থেকে সমাধান নিয়ে সংশ্লিষ্ট কৃষককে সমাধানটি পৌঁছে দিবে, এরপর উপজেলা কৃষি অফিস সমস্যাটির সমাধান দিতে ব্যর্থ হলে সমস্যাটি সমাধান কল্পে জেলায় পাঠাবে, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সিপিএস, পিপিএস বা এইচএস বা অন্য কোন ক্ররমক্ররতা সমস্যার সমাধান দিতে সক্ষম হলে , সমাধানটি অধঃস্তন যথাযথ মাধ্যমে কৃষি অফিস ও এসএএও হয়ে কৃষকের নিকট পউছবে, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সমাধান দিতে ব্যর্থ হলে গবেষণা প্রতিষ্ঠান হতে সমাধান নিয়ে অধঃস্তন যথাযথ মাধ্যমে সমাধানটি চাষির নিকট যাবে, তবে প্রয়োজন হলে উপপরিচালকের কার্যালয়ের অভিযোগ বাক্সে অভিযোগ পত্র বা সরাসরি অথবা মোবাইল ফোনে ডিডিএই মহোদয়কে অভিযোগ দিতে পারেন। এরপর জেলা অফিস থেকে চাষির সমস্যার দ্রুত সমাধান পাওয়া যাবে।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS